নেত্রকোনার কেন্দুয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
-
৪১১
বার পড়া হয়েছে
64bangla tv
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামে শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু ওই গ্রামের সিরাজ খানের ছেলে আব্দুল মোল্লা (৮) ও একই এলাকার আব্দুল কাদিরের ছেলে মুস্তাকিস (৭)।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, ঈদে চট্টগ্রাম থেকে পরিবারের সঙ্গে বাড়িতে বেড়াতে আসে আব্দুল মোল্লা। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের সময় মোল্লা ও পাশের বাড়ির মুস্তাকিন সহ মোট তিন শিশু বাড়ির পাশেই পাকা পুকুর ঘাটে খেলতে থাকে। এসময় হঠাৎ গোসল করতে মোল্লা ও মুস্তাকিন পানিতে নেমে যায়। অন্য একটি ৬ বছরের মেয়ে শিশু ঘাটেই বসে থাকে। গোসলের সময় সিঁড়ি থেকে দূরে চলে গেলে সাঁতার না জানায় একজন অপরজনকে ধরে বাঁচতে চেষ্টা করলে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে ঘাটে বসে থাকা শিশুটি বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে ডুবে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজন শিশুকেই মৃত ঘোষণা করেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply