গাজীপুরে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
-
৩০০
বার পড়া হয়েছে
gazipur
গাজীপুরের পোড়াবাড়ি এলাকা থেকে কাঁচামাল ব্যবসায়ী চাঁন মিয়া (৫০) নিখোঁজের ৯ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা ইপসা এলাকার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চাঁন মিয়া গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, গেল ৪ আগস্ট বাড়ি থেকে পোড়াবাড়ি বাজারে যাওয়ার পর নিখোঁজ হন চাঁন মিয়া। গতরাতে জঙ্গলে একজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply