চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
-
৩৩৬
বার পড়া হয়েছে
64bangla tv
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রুপালি খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ওসি তদন্ত মাসুদুর রহমান বলেন, প্রাগপুর গ্রামের লোকজন বৃহস্পতিবার পুলিশকে সংবাদ দেয়, রুপালি খাতুন নামের এক গৃহবধূর মরদেহ ঘরে পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গৃহবধূর গলায় দাগ রয়েছে। গৃহবধূর মা-বাবা ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পালাতক রয়েছেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply