গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ১০
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
-
৪৫৭
বার পড়া হয়েছে
64bangla tv
গোপালগঞ্জ বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমীন (৪৫) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি (পুলিশ পরিদর্শক) মো. আবু নাঈম জানান, বিকেলে মাওয়া ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস বিপরীত মুখি খুলনার দৌলতপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকার রাস্তা থেকে সিটকে পাশে খাদের পড়ে যায় এবং ১১ যাত্রী আহত হন।
গুরুতর আহত রুহুল আমীনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply