অবশেষে পদত্যাগ করল লেবানন সরকার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
-
৪৯১
বার পড়া হয়েছে
64bangla tv
অবশেষে পদত্যাগ করল লেবানন সরকার। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় সরকারের পদত্যাগের ঘোষনা দেন প্রধানমন্ত্রী হাসানা দিয়াব। বিকেলে দেশটির কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পর সংসদ সদস্যরাও পদত্যাগ করেন।
বৈরুতে বিস্ফোরণের জেরে লাখ লাখ বিক্ষোভকারী সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসেন। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, সরকারের বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। তাদের নিয়ে বেশিদূর চলা অসম্ভব। তাই সরকারের পদত্যাগ ছাড়া কোনো পথ খোলা নেই।
লেবানন সরকারের পদত্যাগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসান দিয়াব প্রেসিডেন্টের কাছে মন্ত্রিসভার সব সদস্যের স্বাক্ষর করা পদত্যাগ পত্র জমা দেন বলে নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান। এর মাধ্যমে পুরো সরকার পদত্যাগ করলো। যুক্ত করেন হাসান।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply