দ. কোরিয়ায় ভূমিধসে মৃত ৩০
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ৯ আগস্ট, ২০২০
-
৪৯৮
বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১২ জন। দেশটিতে গেলো ৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা, ভূমিধসের ঘটনা ঘটছে এ বছর। রোববার উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।
দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোরীয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় এলাকায়। এদিন সেখান থেকে ৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ব্যস্থাপনা বিভাগের বরাতে গণমাধ্যটি জানায়, নতুন করে ভূমিধসে আহত হয়েছে আরো ৮ জন।
ইয়োন হাপ জানিয়েছেন, ১১টি প্রদেশের ৫ হাজার ৯শ’ বাসিন্দা বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আশ্রয় কেন্দ্রে আছেন ৪ হাজার ৬শ’ জন
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply