নাটোরে পানিতে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শনিবার, ৮ আগস্ট, ২০২০
-
৪২২
বার পড়া হয়েছে
Nator
নাটোরের বাগাতিপাড়ায় ডোবার পানিতে পড়ে আব্দুল মমিন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ভ্যান চালক আব্দুল মতিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শিশুটি বাড়িতে খেলা করতে করতে পাশেই দাদীর বাড়ির দিকে যায়। কিন্তু অনেকক্ষণ স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় অসাবধানতা বশত পা পিছলে পড়ে যেতে পারে ভেবে পরিবারের লোকজন ওই ডোবার পানিতে নামে। সেখানে খোঁজাখুঁজি করে শিশুটিকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে য়ায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply