কচুরিপানা ভাগাভাগি নিয়ে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
-
৩১৯
বার পড়া হয়েছে
64bangla tv
পাট পচাতে বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানার ভাগ নিয়ে মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে পাট পচানোর জন্য বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানা সংগ্রহ নিয়ে কৃষক জাহাঙ্গীর মাতুব্বরের (৫৬) সাথে তার চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছোঁড়া টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়।
এ সময় নিহতের পিতা কাদির মাতুব্বর (৭০), চায়না (৪০), জামাল (৪৫), কামাল (৪০) ও রাজিয়াসহ (৩৫) অন্তত ৫ জন আহত হয়। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে। পুলিশ এ ঘটনায় বাচ্চু মাদবর (৪৫), আবু সাইদ (৩৫), আ. রহমান (৪০) ও কালাম (৩৫) নামে চারজনকে আটক করেছে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply