রাজধানীর কোথায় কখন ঈদের জামাত
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
-
৬৮৬
বার পড়া হয়েছে
64bangla tv
মহামারি করোনাকালে শনিবার (১ আগস্ট) সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহার জামাত হবে।
এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় ৭টা ৫০ মিনিট, তৃতীয় ৮টা ৪৫ মিনিট, চতুর্থ ৯টা ৩৫ মিনিট, পঞ্চম ১০টা ৩০ মিনিট, ষষ্ঠ ও সর্বশেষ জামাত ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এদিকে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৬টায়, দ্বিতীয়টি ৮টায় এবং তৃতীয়টি ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিরপুরের কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭টায়, দ্বিতীয়টি ৮টায় এবং তৃতীয়টি ৮টা ৪৫ মিনিটে হবে। এছাড়া ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার মসজিদ এবং ধানমণ্ডি ঈদগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply