রামুতে ট্রাক চাপায় কক্সবাজার সরকারি কলেজের শিক্ষকসহ ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বুধবার, ২৯ জুলাই, ২০২০
-
৪৫৯
বার পড়া হয়েছে
64bangla tv
কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক স্কুল শিক্ষক। আজ বুধবার (২৯ জুলাই) ভোর ৬ টায় একটি মাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।
নিহতরা হলেন-কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)। এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। দুর্ঘটনার পর পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় চালক।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply