আবারও ১২ ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম ও নরসিংদীতে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ২৭ জুলাই, ২০২০
-
৬৪২
বার পড়া হয়েছে
64bangla tv
( কোভিড-১৯ ) করোনা ভাইরাস মহা দূর্যোগেও মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়াবহ ! কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব। আবারও ১২ ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম ও নরসিংদীতে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার ।
২৬/০৭/২০২০ তারিখ চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্তাবধানে একটি টিম কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০(এক হাজার) পিস ইয়াবা সহ আসামী মোঃ সাদ্দাম হোসেন (১৯), পিতাঃ আব্দুল গাফফার কে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় নরসিংদী এর একটি রেইডিং টিম নরসিংদী জেলার মনোহরদী থানার ব্রাক্ষ্মনের গাঁও নামক গ্রামে অভিযান পরিচালনা করে 0৯(নয়) লিটার চোলাই মদ ও ১০০(একশ) লিটার ওয়াশ সহ ২(দুই) জন আসামীকে গ্রেপ্তার করে ।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply