1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
২৪ ঘন্টার ব্যবধানে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও ভোলায় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার - ৬৪ বাংলা টিভি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন

২৪ ঘন্টার ব্যবধানে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও ভোলায় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

মো: দেলাওয়ার হোসাইন
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৯২ বার পড়া হয়েছে
64bangla tv
64bangla tv
২০/৭/২০২০ ইং তারিখ চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিঠুন এবং ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম সন্ধ্যা ৭.০০ টায় কোতোয়ালি থানাধীন ব্রীজ ঘাট রোড,ফিরিঙ্গি বাজার,চট্টগ্রাম এলাকা হতে জাফর আলম (২০) পিতা- মৃত হাফিজুর রহমান কে দুইটি স্যান্ডেলের সোলের মধ্য হতে ৩০০০( তিন হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। একইদিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মানজুরুল ইসলামের সার্বিক তত্তাবধানে ও ডেমরা সার্কেলের পরিদর্শক মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি টিম দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উওরা পূর্ব থানাধীন ৮ নং সেক্টরের আবহাওয়া কোয়ার্টার এর সামনে ১।মোঃ জহিরুল ইসলাম, পিতাঃ মৃত কাজী রহমত উল্লাহ, এবং ২। শ্রী সুরেশ সুএধর (৪১), পিতাঃ মৃত মরন সুএধর কে ৫৭৬ ক্যান বিয়ার ও ১টি প্রাইভেট কার সহ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করেন। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া এর উপপরিচালক মেহেদী হাসান এর সার্বিক তত্তাবধানে ও পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি রেইডিং ‍টিম অভিযান পরিচালনা করে শেরপুর থানার গাড়ই বাসস্ট্যান্ডে বগুড়া-ঢাকা গামী পান্থ পরিবহনে যাত্রী তল্লাশী করে মো: মইনুদ্দিন (৫০) কে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় । এবং শেরপুর মহাসড়কে রংপুর-ময়মনসীংহ গামী বাসে যাত্রী মো: শামীম হোসেন (২৭) কে তল্লাশী করে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও গাইরান্ধা-ঢাকা গামী সৈকত শীউলি নামক বাসে যাত্রী মো: হারুন (২৭) কে তল্লাশী করে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। সর্বমোট- ২০০ ‍পিস ইয়াবা ও ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীত্রয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী শেরপুর থানায় পৃথক ‍তিনটি মামলা করা হয়। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে ও পরিদর্শক মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি টিম রাত ০৮ঃ৩০ টায় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রীজঘাট রোড এলাকায় ১০০০(এক হাজার) পিস ইয়াবা সহ মোঃ একলাস (২৮), পিতাঃ বজলু মিয়া, কে গ্রেফতার করা হয়। উপপরিদর্শক মোকছেদ আলী সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন । এবং ১৯/০৭/২০২০ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , ভোলা এর পরিদর্শক এস,এম, এলতাস উদ্দিন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফসহ বোরহানউদ্দিন থানার চরআলগী এলাকায় অভিযান চালিয়ে রাত ১২ টায় ২২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন । আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT