উড়ন্ত পিঁপড়া দেখা গেছে যুক্তরাজ্যে
নিজেস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
রবিবার, ১৯ জুলাই, ২০২০
-
৪০৬
বার পড়া হয়েছে
64bangla tv
উড়ন্ত পিঁপড়ার বিশাল এক ঝাঁক দেখা গেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব অঞ্চলে। দেশটির আবহাওয়া অফিসের রাডারে ধরা পড়ে এ দৃশ্য। বলা হয়েছে, কমপক্ষে ৫০ মাইল দীর্ঘ ছিলো পিঁপড়াদের এই সমাবেশ।
যার অবস্থান ছিলো লন্ডন, কেন্ট এবং সাসেক্সের আকাশ জুড়ে। ‘উড়ন্ত পিঁপড়ে দিবস’ হ্যাশট্যাগে ভিডিওটি টুইট করে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। যেখানে কয়েক হাজার পিঁপড়ে ছিলো বলে জানানো হয়। সাধারণত গ্রীষ্মের গরম, আদ্র এবং বাতাসবিহীন দিনে পিঁপড়ের এমন সমাবেশ দেখা যায়। এ সময় ফ্লাইং অ্যান্ট ডে হয়ে থাকে।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply