বিদ্যুৎপৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে রাজশাহীতে
নিজেস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
সোমবার, ১৩ জুলাই, ২০২০
-
৩৩১
বার পড়া হয়েছে
64bangla tv
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে রাজশাহীতে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরীর উত্তর গুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন-রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার মনসুর আলীর ছেলে মোহন (২৬) এবং একই এলাকার আরজেদের ছেলে আহমেদ (২৬)।
উত্তর গুড়িপাড়া এলাকায় একটি বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। যে কোনোভাবে ওই বাড়িটির গ্রিল আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। কাজের একপর্যায়ে ওই গ্রিল স্পর্শ করলে দুই নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply