চবি’র নির্মাণাধীন ভবনে হামলার অভিযোগ, চাঁদার দাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বুধবার, ২৪ জুন, ২০২০
-
৪৮৫
বার পড়া হয়েছে
64bangla tv
চাঁদার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। দফায় দফায় হামলা আর প্রাণনাশের হুমকিতে নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছে থানায়। এদিকে, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন ক্যাম্পাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ঠিকাদারদের অভিযোগ, ২১ জুন সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ ভবনের নির্মাণকাজে বাধা দিয়ে নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী দাবি করে চাঁদা চায় ৪/৫ জন। ভয় ভীতি দেখিয়ে কাজ বন্ধ করতে বলে তারা।
ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক নাঈম উল ইসলাম জানান, পাঁচটা ছেলে ওখানে গিয়ে বলছে কাজ বন্ধ করতে। কাজ করলে ওরা গুলি করবে। যারা গেছে তারা পরিচয় দিচ্ছে এরা ছাত্রলীগ।
এদিকে হামলায় ছাত্রলীগ জড়িত আছে কি না তা খতিয়ে দেখার কথা জানিয়েছে ছাত্রলীগের নেতারা।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply