ছেলে গ্রেফতার,সাবেক ক্রিকেটার বাবাকে খুন
নিজস্ব প্রতিবেদক
-
আপডেট সময়ঃ
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
-
৪৬৯
বার পড়া হয়েছে
ভারতের কেরালা রাজ্যের সাবেক ক্রিকেটার জয়মোহন থাম্পিকে গত সোমবার তার বাসায় মৃত অবস্থায় পায় পুলিশ। জয়মোহনের হঠাৎ মৃত্যুতে সবাই চমকে গিয়েছিলো। তিনি খুন হননি তো! পুলিশ অন্তত সেরকমই মনে করছে। গতকাল তার ছেলে অশিন থাম্পিকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়মোহনের বাড়ির একজন ভাড়াটিয়া পুলিশকে খবর দিলে মৃত্যুর ঘটনা জানাজানি হয়। ভাড়াটিয়া বাসার দ্বিতীয় তলায় থাকেন। নিচ তলা থেকে দুর্গন্ধ আসায় তিনি পুলিশকে খবর দিয়েছিলেন। তখন অশিন পুলিশকে জানিয়েছিল, বাবার মৃত্যুর ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে, পুলিশ জানতে পারে বাবা ও ছেলে একসঙ্গেই থাকতেন।
দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply