1. site@64bangla.tv : admin64bangla : হেড অব নিউজ
  2. ownreporter1@64bangla.tv : নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
ঢাকায় সচেতনতা - ৬৪ বাংলা টিভি
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

ঢাকায় সচেতনতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুন, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে
64bangla tv

করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে যাত্রীবাহী বাস-মিনিবাসসহ গণপরিবহন চালু হয়েছে। সরকারের নির্দেশনা মেনে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে এসব যানবাহন। এজন্য শর্তসাপেক্ষে বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ অতিরিক্ত গুণতে হচ্ছে যাত্রীদের। তবে ঢাকার বাইরে সচেতনতার বিষয়টি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। দেখা যাচ্ছে না প্রশাসনের নজরদারি। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি দেখা গেছে। সরকারের নির্দেশনা মেনে পাশাপাশি দুটি আসনের একটি আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহন করা হচ্ছে। পরিবহন কর্মী ও যাত্রী সবাই মাস্ক পরে চলাচলা করছেন। কোনো কোনো বাসচালককে হ্যান্ড গ্লোবস পরে বাস চালাতে দেখা গেছে। অবশ্য মানুষের মাঝে আতঙ্ক থাকায় ও অফিস আদালত পুরোপুরি চালু না হওয়ায় যাত্রী চাপ কম। এদিকে স্বাস্থ্যবিধি মানা ও ভাড়া যথাযথভাবে আদায় হচ্ছে কি না সেটি তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। ঢাকার সড়ক কিছুটা গতি পেলেও সিগনাল পয়েন্টের বাইরে তেমন যানজট এখনও চোখে পড়েনি।

দয়া করে খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© ৬৪বাংলা.টিভি, ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By Madina IT